As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6249

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। মুহ্তারাম, আমি মোঃ বেলাল হোসেন, রাজশাহী। আমার ছেলের বয়স ১২ বছর। সে ২০২১ সালে নভেম্বর মাসে হেফজ শুরু করে প্রথম সপ্তাহে ১ পারা কোরআন মুখস্ত করে। এরপর থেকে তার প্রচন্ড পেট ব্যাথা ও বমি শুরু হয়। বিগত ২০২২ সালে সমস্যা এত তীব্র হয় যে, মাদ্রাসা যাওয়া প্রায়ই বন্ধ হয়ে যায়। তাই ঐ পুরো ২০২২ সাল মিলে আরও এক প্যারা কোরআন মুখস্থ করে। তাঁকে অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক পরিক্ষা-নিরিক্ষা করিয়েছি। কিন্তু ডাক্তার রিপোর্ট দেখে বলে তাঁর কোন সমস্যা নেই। এরপরে গত রমজান মাসে আমি এভারকেয়ার হাসপাতাল, ঢাকায় নিই। ওখানেও অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়, কিন্তু ডাক্তার বলেছে রিপোর্টে কোন সমস্যা

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হিফজ পড়তে চাপ হলে পড়াবেন না। আলেম হতে হলে হিফজ না করলেও চলে। সুতরাং শরীর যেন ভালো থাকে সেটা খেয়াল রেখে পড়ালেখার চাপ কম দিয়ে কোন ইসলামী প্রতিষ্ঠানে পড়াথে থাকুন। শরীর ভালো হলে, আরেকটু বয়স হলে ধীরে ধীরে সে আরো পড়াশোনা করতে পারবে ইনশাআল্লাহ। তাকে কোন চাপ দিবেন না, তার পক্ষে যতটুকু সম্ভব সে ততটুকু পড়াশোনা করুক। নিয়মিত দুআ করবেন।