As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6244

প্রশ্ন

আস-সালামু আলাইকুৃম। আমার পায়ে ছোট একটা অপারেশন করতে হয়েছে। এজন্য পায়ে ব্যান্ডেজ করতে হয়েছে কোন রকমে যেন পানি ভেতরে না যায়। এভাবে আমাকে প্রায় এক মাস থাকতে হবে। এই অবস্থায় আমি পা পলিথিন দিয়ে বেঁধে অজু করি এবং অজুর সময় পলিথিনের উপরে তিনবার হাত বুলাই। এভাবে অজুতে কি আমার নামাজ হবে এবং আমি কি পবিত্র কুরআন স্পর্শ করে তেলাওয়াত করতে পারবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এভাবে করলে আপনারর ওযু হবে এবং এই ওযু দ্বারা নামায ও কুরআন তেলাওয়াত করতে পারবেন।