আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6233

নামায

প্রকাশকাল: 22 ফেব্রু. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, শায়েখ, আশা করি ভালো আছেন, আমার প্রশ্ন হচ্ছে, মহিলারা কি মহিলাদের জামাতের ইমামতি করতে পারেন কি না? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সালাতুত তাসবিহ নামাজ, কি জামাতের সাথে পড়া যাবে কি না? দয়া করে উত্তর গুলো দিলে,অনেক উপকৃত হবো

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মহিলারা মহিলাদের জামাতের ইমামতি করা জায়েজ আছে। তবে অনেক ফকীহ মাকরুহ বলেছেন। ইমাম মালিক রহি. বলেছেন, পারবে না।

عَنْ أُمِّ وَرَقَةَ بِنْتِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، بِهَذَا الْحَدِيثِ وَالأَوَّلُ أَتَمُّ قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَزُورُهَا فِي بَيْتِهَا وَجَعَلَ لَهَا مُؤَذِّنًا يُؤَذِّنُ لَهَا وَأَمَرَهَا أَنْ تَؤُمَّ أَهْلَ دَارِهَا . قَالَ عَبْدُ الرَّحْمَنِ فَأَنَا رَأَيْتُ مُؤَذِّنَهَا شَيْخًا كَبِيرًا

উম্মে ওয়ারাকা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনও কখনও তাকে দেখার জন্য তার বাড়ীতে যেতেন। তিনি তার জন্য একজন মুআযযিনও নিযুক্ত করেন। সে তাঁর বাড়িতে আযান দিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বগৃহে মহিলাদের নামাযে ইমামতি করার নির্দেশ দেন। রাবী আব্দুর রহমান বলেন, আমি তার জন্য বয়ঃবৃদ্ধ মুয়াযযিনকে দেখেছি। সুনানু আবু দাউদ, হাদীস নং ৫৯২। হাদীসটি মোটামুটি গ্রহনযোগ্য।

সুতরাং কিছু মহিলা যদি এক সঙ্গে নামায আদায় করেন আর তাদের ইমামতি করার মত যোগ্য কোন মহিলা থাকে তাহলে তার ইমামতি করা জায়েজ আছে। তবে অন্যান্য হাদীসে থেকে বুঝা যায় নিজ বাড়িতে মহিলাদের নামায আদায় করা সবচেয়ে উত্তম।

আরো জানতে

২। সালাতুত তাসবীহসহ কোন নফল নামাযই জামাতের সাথে পড়া যাবে না। শুধু রমাযানে তারাবীহ পড়া যাবে। রাসূল সা. বা সাহাবীদের থেকে জামাতের সাথে সালাতুত তাসবীহ পড়ার কোন প্রমাণ পাওয়া যায় না।