As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6228

প্রশ্ন

আমি সজাগ অবস্থায়, আমার হঠাৎ খারাপ চিন্তা বসত আমার বীর্য বের হয়ে যায়। আমার রোজা কী ভেঙ্গে গেছে?

উত্তর

না, সহবাস ছাড়া এবং ইচ্ছাকৃত বীর্য বের হলে রোজা নষ্ট হয় না। সুতরাং আপনা রোজা নষ্ট হয় নি।