As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6225

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 Feb 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি যদি একটি পত্রিকা চালু করি, সেখানে কোন বিজ্ঞাপন ছাপানো হয় (৮০ শতাংশ হালাল, বাকি ২০ শতাংশ সুদি কারবার, নাটক, ছবি, মেয়েদের বেপর্দা উপস্থিতি)। এই হালাল এবং হারাম মিশ্রিত (সব সময় যে হারাম হবে সেটাও নিশ্চিত নয়, আবার কত শতাংশ হালাল তাও অনিশ্চিত) ইনকাম কি হালাল হবে? যদিও পত্রিকা চাইলে হারাম ইনকাম বন্ধ করতে পারে, তবে বর্তমান সময়ে বিবেচনায় এটি অত্যন্ত কষ্টকর পত্রিকা চালানো এগুলো বাদ দিয়ে। বড় বড় বিজ্ঞাপন গুলো ব্যাংক, বেপর্দা নারী, মিউজিক ইত্যাদি দিয়েই হয়। আপনাদের কাছে এই ব্যাপারে বিস্তারিত পরামর্শ কামনা করছি। আল্লাহ্‌ আপনাদেরকে জাঝায়ে খায়ের দান করুন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পত্রিকা চালু করা আবশ্যকীয় কোন বিষয় নয়। সুতরাং সেখানে হারাম-হালাল মিশ্রনের কোন সুযোগ নেই। পূর্ণ হালালভাবে যদি প্রকাশনা চালিয়ে যেতে পারেন তাহলে করবেন, নয়তো দরকার নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।