ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6217
আস-সালামু আলাইকুম, স্যার আমার একটা বিষয় জানার ছিলো। নারী-রা জামায়াতে নামায পড়তে পারবে কিনা…? এবং নারীদের জামায়াতে পুরুষে যদি ইমামতি করে…? প্লিজ একটু বললে উপকৃত হবো….!!
ওয়া আলাইকুমুস সালাম। নারীদের মসজিদে জামাতে নামায পড়া জায়েজ। তবে বাড়িতে পড়া উত্তম। রাসূলুল্লাহ সা. এই বিষয়ে বলেছেন, لاَ تَمْنَعُوا النِّسَاءَ أَنْ يَخْرُجْنَ إِلَى الْمَسَاجِدِ ، وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ তোমরা মহিলাদেরকে মসজিদে যাওয়া থেকে বাধা দিও না তবে তাদের ঘর তাদের জন্য উত্তম। মুসনাদু আহমাদ, হাদীস নং ৫৪৭১; সুনানু আবু দাউদ, হাদীস নং ৫৬৭; সহীহ বুখারী, হাদীস নং ৯০০; সহীহ মুসলিম হাদীস নং ১০১৭।