As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6217

প্রশ্ন

সুন্নাতে খাতনা করতে তার হাতে যে সরিষা বেঁধে দেওয়া হয় শরীর বন্ধ করতে এবং যাদু করা থেকে রক্ষা করতে যে গাছ দেয় এটা কি শিরক হবে কী না?

উত্তর

জ্বী, এসব শিরকের অন্তর্ভূক্ত। শরীর বন্ধ করতে, যাদু থেকে রক্ষা পেতে দুআ-জিকির পড়বে, গাছ-পালা, ফুল-ফল-ফসল শরীরে বাঁধা যাবে না।