ওয়া আলাইকুমুস সালাম। ১। কাপড়ে যদি নাপাকি লাগে তাহলে এভাবে ধুতে হবে যে, ধৌতকারী নিশ্চিত হবে নাপাকী আর নেই। যদি তিন বার ধোয়ার পরও নিশ্চিত না হয়, তাহলে আরো ধুতে হবে, যতক্ষন না সে নিশ্চিত হয় যে, কাপড়টি পবিত্র হয়ে গেছে। যদি একবার বা দুই বার ধোয়ার পর নিশ্চিত হয় যে, নাপাকী আর নেই, তাহলে তিনবার ধোয়া আবশ্যক না। তবে একবার বা দুই বার ধোয়ার পর কাপড়ে নাপাকী না থাকার ব্যাপারে নিশ্চিত হলেও তিন বারে ধোয়া সুন্নাত।
২। এখান পবিত্র করার কোন বিধান নেই, নিয়ম নেই। ভালোভাবে পরিস্কার করার জন্য যা করার তার করবেন।