আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6210

বিবাহ-তালাক

প্রকাশকাল: 30 জানু. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম আমি ২১ বছরের একজন যুবক। শতচেষ্ট করেও গুনাহ য়হেকে বাচঁতে পারছি না। আমার কোন ইনকাম নেই, পড়াশোনা করছি। কিন্তু পরিবার স্বাবলম্বী, পরিবারকে বিবাহের কথা বলতেও পারছি না। আবার গুনাও ছারতে পারছি না। এখন আমি কি করব তা ভেবে পাচ্ছি না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গুনাহ থেকে আপনাকে বের হয়ে আসতেই হবে। পরিবার স্বাবলম্বী হলে পরিবারকে অবশ্যই বলতে হবে। লজ্জা পেলে চলবে না।  وَ اللّٰهُ لَا یَسۡتَحۡیٖ مِنَ الۡحَقِّ আল্লাহ সত্য প্রকাশে সঙ্কোচ বোধ করেন না। সূরা আহযাব, আয়াত ৫৩। তারা যদি প্রত্যাখ্যান করে তাহলে পড়াশোন চালিয়ে যদি উপার্জন করে সংসার চালাতে পারেন সেটা করবেন। না হলে পড়াশোনা বন্ধ করে উপার্জন করবেন। গোনাহ ছাড়ার বিষয়ে পরিবারের সাথে কোন আপোষ করা যাবে না। আমরা দুআ করি আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিন।