As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6198

প্রশ্ন

প্রশাব করে পরিষ্কার হওয়ার পর যদি বারবার মনে হয় আবার প্রশাবের ফোটা বের হতে পারে কিংবা প্রশাব করার পর পরিষ্কার হয়ে ওজু করা হয়ে গেছে। এমতাবস্থায় যদি আবার সন্দেহ হয় প্রশাবের ফোটা একটু মনে হয় বের হয়ে গেছে। তখন করণীয় কি ? ধন্যবাদ

উত্তর

তখন কোন সন্দেহের দিকে খেয়াল করা যাবে না। ঐ অবস্থাতেই নামায আদায় করবেন। সন্দেহকে স্থান দিলে সন্দেহ রোগ পেয়ে বসবে।