ওয়া আলাইকুমুস সালাম। অধিকাংশ ফকীহর মতে মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া এভাবে পালানো বিয়ে সহীহ হয় না। এরপর আবার ডিভোর্স পেপার, তালাক, এরপর আবার পালানো, এসবের শেষ পরিণতি ভয়াবহ হয়। ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিলাম মুখে বলার দরকার নেই। স্ত্রীর সাথে স্বামীসূলভ আচরণ করলেই হবে।