ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6191
আস-সালামু আলাইকুম শায়েখে, ১) আমার নিকট ২৩৭৫০০৳ রয়েছে এখান হতে। কত টাকা যাকাত দিবো?
২) আমার ফুফাতো ভাই গেল বছর মারা গেছে। আমার জানা মতে সে তার স্ত্রী এবং মেয়ের জন্য তেমন সম্পদ রেখে যায় নি, তার স্ত্রীর ইনকাম সোর্স বলতে তার ভাই এবং ভাসুর নাম মাত্র কিছু টাকা দেয় চলার মত ।তাকে কি আমি যাকাত দিতে পারবো???
৩) আমি রহিঙ্গা ক্যাম্পে চাকুরি করি আমি কি রহিঙ্গাদের যাকাতের টাকা দিতে পারবো?
৪) আমার মায়ের ৫ভরি সোনা এবং ৩লক্ষ টাকা আছে যেহেতু সোনার নিসাব হয়নি কিন্তু টাকার নিসাব হয়েছে সে ক্ষেত্রে টাকার সাথে কি ৫ভরি সোনার হিসেবও কি আসবে? শুকরিয়া জাজাকাল্লাহ খায়রান
ওয়া আলাইকুমুস সালাম। এক লাখে আড়াই হাজার টাকা যাকাত দিতে হবে। সে হিসেবে আপনাকে ৬ হাজার টাকার মত যাকাত দিতে হবে।
২। জ্বী, ফুফাতো ভাইয়ের স্ত্রী-সন্তানদের আপনি যাকাত দিতে পারবেন।
৩। যদি যাকাত নেয়ার মত অসহায় হয়, তাহলে রোহিঙ্গাদের যাকাত দিতে সমস্যা নেই।
৪। জ্বী, টাকার সাথে ৫ ভরি সোনার হিসাবও যাকাতের সাথে যোগ হবে। মোট টাকা হিসাব করে শতকারা আড়াই টাকা হারে যাকাত দিতে হবে।