আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6184

গুনাহ

প্রকাশকাল: 4 জানু. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার বয়স ১৬ বছর। বয়ঃসন্ধিকালের ১ম পর্যায়। এক রকম পৈচাশিক জীবন যাচ্ছে। যৌন উন্মাদনা একটু বেশিই। মোবাইল থেকে নিজেকে দূরে রেখেও নিজেকে সংযত রাখতে পারি না। পড়াশোনাতে মন বসে না কোনোভাবে। আর আমি একজন জেনারেল স্টুডেন্ট। তারুণ্যের উচ্ছলতায় হারাম রিলেশন, মেয়ে ফ্রেন্ড ইত্যাদি গুনাহের কাজের প্রতি উচ্ছলতা তৈরি হয়। নিজেকে বিরত রাখতে চাইলেও পরবর্তীতে আবার গুনাহে জড়িয়ে পরি। একবার আলোর দিশা পেলেও আবার হারিয়ে ফেলেছি। এত গুনাহ হয়ে গেছে যে, মাঝেমধ্যে আখিরাতের আশাও হারিয়ে ফেলি। বলার মতো অনেক কিছু আছে, কিন্তু এতোকিছু বলা সম্ভব নয়। এখন আমার কী করা উচিত তা একটু ইসলামিক ভাবে সমাধান দিলে দুনিয়া ও আখিরাতের জন্য উপকার আসবে।  ধন্যবাদ।।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধু আপনি নন, লাখ লাখ ছাত্র-ছাত্রী এখন ভালো থাকতে চাইলেও পরিবেশ-পরিস্থিতির কারণে পেরে উঠছে না। কিন্তু যে কোন মূল্যে গুনাহ ত্যাগ করতেই হবে। আপনার হৃদয়ে গুনাহ ত্যাগের যে অনুভূতি সৃষ্টি হয়েছে সেটা কাজে লাগাতে হবে। এটা আল্লাহ রহমত। কত মানুষ নিত্য বিভিন্ন পাপে জড়াচ্ছে, কিন্তু তাদের কোন অনুভূতি নেই, কোন অনুসূচনা নেই। আপনার প্রথম কাজ হচ্ছে গুনাহের পরিবেশ ত্যাগ করা। যদি এমন স্কুল-কলেজ থাকে যেখানে শুধু ছেলেরা অধ্যায়ন করে সেখানে পড়াশোনা করা। সব ধরণের মোবাইল থেকে দূরে থাকা। নিয়মিত জামাতের সাথে ৫ওয়াক্ত সালাত আদায় করা। নিয়ম করে কুরআন-হাদীস এবং ইসলামী বই অধ্যায়ন করা। স্থানীয় আলেমদের সাথে, ভালো মানুষ হিসেবে পরিচিতদের সাথে সময় কাটানো, তাদের সাথে বন্ধুত্ব তৈরী করা, খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করা। গোনাহ ত্যাগের জন্য আরো সহায়ক হলো দাঁড়ি রাখা, পান্জাবী-টুপি পরা। ইমান বাঁচানোর স্বার্থে প্রয়োজনে স্কুল ত্যাগ করে কোন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানেও ভর্তি হতে পারেন। কারণ স্কুল-কলেজ শিক্ষা আপনার জন্য আবশ্যক নয়,কিন্তু ধর্ম পালন আপনার জন্য আবশ্যক।   আমরা আল্লাহর কাছে দুআ করি তিনি যেন আপনার মনের কষ্ট দূর করে দেন, হৃদয়ের প্রশান্তি দান করেন। প্রয়োজনে ফোন করবেন 01762629405 যে কোন দিন এশার পর