As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6178

প্রশ্ন

আমরা যখন বাজারে যায় কিনা কাটা করার জন্য, তো বাজারের একটা নিয়ম হল যে প্রথম দিকে বস্তুর দাম অল্প বেশি হয় আর শেষের দিকে সেই একই বস্ত দাম কম নেই, তো এই ক্ষেত্রে এটা কি সুদ হবে।

উত্তর

না, সুদ হবে না। বিক্রেতা কম-বেশী দাম রাখতে পারেন, এই অধিকার তার আছে।