As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6172

প্রশ্ন

আমি সউদি প্রবাসি এখান থেকে মোবাইলে বিয়ে করেছি। বিয়ের সময় উভয় পক্ষের আত্মীয়রা এক মজলিসে ছিল আমি শুধু ছিলাম না, মোবাইলে ভিডিও কলে কবুল বলেছি। বিবাহ হয়েছি কি না?

উত্তর

জ্বী, বিবাহ হয়েছে। নতুন করে বিয়ে পড়ানো লাগবে না। আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করতে পারবেন।