আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6168

নামায

প্রকাশকাল: 19 ডিসে. 2022

প্রশ্ন

আস-সালামু আ’লায়কুম, শাইখ। যদি আমি ভুল করে সালাতে দুই হাত একত্রে ব্যবহার করি তবে কি আমার সালাত ভেঙ্গে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এমন ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তবে দুই হাত দিয়ে কাজ করলেই সালাত ভেঙ্গে যায়, এমন নয়। যদি কিছু সময় ধরে এভাবে কাজ করেন যে, অন্য কেউ যদি মনে করে আপনি সালাতের মধ্যে নেই, তাহলে ভেঙ্গে যাবে।