ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। উপহার হিসেবে আপনার জন্য এটা জায়েজ হতে পারে। তবে সবচেয়ে ভালো হয় এই ধরণের হারাম জমির ভিতর না জড়িয়ে ১১ লক্ষ টাকা দিয়ে আলাদা জমি কিনে বাড়ি তৈরী করা। কারণ ১১ লাখ টাকা হালাল হলেও আপনি কিছুটা হলেও হারামের উপর ভিত্তি গড়ছেন। বাড়ির শুরুটা তো হারাম টাকা দিয়ে, যার কিছুটা উপকার আপনি ভোগ করছেন। সুতরাং আপনার ভাইকে বলুন, টাকাগুলো আপনাকে দিয়ে দিক, আপনি অন্য কোথাও বাড়ি করেন। প্রয়োজনে ফোন করবেন 01762629505 যে কোন দিন এশার পর।