As-Sunnah Trust
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6119
আমি যদি রফাদুল ইয়াদাইন না করি অথবা যখন ইমাম জোরে কেরাত পড়েন তখন যদি আমি চুপ থাকি এবং ইমামের সাথে সুরা ফাতেহা না পড়ি তাহলে কি আমার নামাজ হবে?
জ্বী, নামায হবে। বহু ফকীহ ও ইমামের অভিমত এভাবেই নামায আদায় করতে হবে।