আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6119

আদব আখলাক

প্রকাশকাল: 31 অক্টো. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ, প্রশ্ন:- ১) জুম্মা নামাজে কাতারে ডিঙ্গিয়ে সামনে যাওয়া হাদিসে নিষেধ এখন যদি দেখা যায় সবাই সামনে কাতার খালি রেখে পিছনে দিকে বসেছে এবং সামনে অনেক জায়গা খালি তাহলে বসা যাবে কি? ২) জুম্মা ছাড়া অন্য সকল নামাজের জামাতে যদি দেখা যায় মুসুল্লিরা সামনে জায়গা খালি রেখে পিছনে বসে আছে একামত এর আগে এবং আমি সামনে গিয়ে বসলে কাউ কে কষ্টে দেওয়া হচ্ছে না সে ক্ষেত্রে যাওয়া যাবে কি??

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মসজিদের সামনের দিকের কাতারে যদি জায়গ খালি থাকে তাহলে সেখানে গিয়ে বসতে কোন সমস্যা নেই। সামনে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। সব নামাযের ক্ষেত্রে একই কথা।