আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6104

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 অক্টো. 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আট মাস আগে আমি নিজের সঞ্চিত অর্থ এবং কাছের মানুষের থেকে অর্থ ধার করে একটি কাপড়ের দোকান দেই। বর্তমানে আমার দোকানে মালামাল অনেক কমে গেছে। আবার নিজের কাছেও মালামাল কেনার মত আর কোন অর্থ নাই, কারো কাছে ধারও পাচ্ছি না। এখন অবস্থা এমন যে, দোকান চালু রাখতে হলে হয় নতুন করে মাল উঠাতে হবে, না হয় দোকান ছেড়ে ‍দিতে হবে। এখন আমার প্রশ্ন, “আমি কি ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশে বিদ্যমান কোন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান হতে লোন নিয়ে ব্যবসা করতে পারবো যেটা হালাল হবে”। দয়া করে জানাবেন। আপনার মুল্যবান মতামতের অপেক্ষায় রইলাম প্রিয় শায়েখ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদভিত্তিক কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেয়া জায়েজ হবে না। যদি বিনা সুদে লোন পান তাহলে নিতে পারেন।