As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6097

আদব আখলাক

প্রকাশকাল: 9 Oct 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ, ১) আমি একটি মেসে থাকি। এখানে যিনি রান্না করেন তিনি একজন মহিলা। আমি আলহামদুলিল্লাহ আমার দৃষ্টি হেফাজত করে থাকি। প্রশ্ন: ১) আমার করনিয় কী? আমার কী গুনাহ হচ্ছে কি? ২) কোন এক জাগায় গেলাম সেখানে কিছু পর্দাহিন কিছু মহিলা চলা ফেরা করে থাকে আমার সে খানে যাওয়া লাগে মাঝে মাঝে কিছু আমি তাদের দিকে তাকাই না সেখানে যাওয়াটাও বাদ দেওয়া যাচ্ছে না পরিস্থিতি কারনে, আমি যদি আমার চোখ নিচে রেখে এমন জাগায় যাতায়াত করি তাহলে কি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি এমন মেসে থাকবেন যেখানে রান্না পুরুষ মানুষ করে অথবা এমন মহিলা রান্না করে যার থেকে গুনাহ হওয়ার কোন আশঙ্কা নেই। অল্প বয়স্ক বা মধ্য বয়স্ক মহিলা রান্না করে এমন মেসে থাকবেন না। ২। পর্দহীন পরিবেশে নিয়মিত যেতে হয় এমন কোন কাজ করা যাবে না। তবে নিজের কাজে কোথাও গেলে সেখানে থাকা পর্দাহীন নারীদের জন্য আপনি দায়ী ননা। যেমন, প্রয়োজনে কোন দোকান বা বাজারে গেলেন, সেখানে কোন পর্দাহীন নারী থাকলে আপনি গোনাহগার হবেন না।  

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।