আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6093

বিবাহ-তালাক

প্রকাশকাল: 5 অক্টো. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ। কেউ যদি তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে দ্বীনের জন্য বিয়ে করেছি। যদি তুমি দ্বীন থেকে সরে যাও তবে তোমাকে লাগবে না। তোমাকে ছেড়ে দিব আমি। তার স্ত্রী ইচ্ছাকৃতভাবে অনেকবার সালাত আদায় করেনি, মাঝেমধ্যে ভুলবশত পর্দার খেলাফ হয়েছে। অনেকসময় সে গান, নাটক, সিনেমা এগুলোও দেখেছে। এখন, তার স্বামীর এভাবে বলাটা কি তালাকের শর্ত হিসেবে গণ্য? এখন তাদের করণীয় কি? দয়া করে উত্তরটি দিবেন শায়েখ।

উত্তর

না, এমন বললে তালাক হবে না। তালাক যদি দেয় তাহলে তালাক হবে।