ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6077
আস-সালামু আলাইকুম, কিছু দিন আগে একটা দোকানে দেখলাম যে এক মুসলিম দোকানের সামনে লিখে রেখেছেন বেপর্দা মহিলার প্রবেশ নিষেধ। যেহেতু উনি পাবলিক প্লেইসে দোকান দিছেন রাষ্ট্রীয়ভাবে কোন আদেশ নেই, আমার প্রশ্ন হচ্ছে যেহেতু আমাদের দেশে ইসলামি আইন পুরোপুরি নেই তাহলে কি দোকানে এইভাবে লেখা যাবে? কারণ, আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে এটা একটা ভিন্ন পরিস্থিতি তৈরী করবে না? আবার যদি আলাদা আলাদা বিভাগ থাকে যে এই দিকে বিধর্মীরা ইত্যাদি তাহলে আসলে সমাধানটা কি হবে? কোনটি আসলে সঠিক কাজ হবে?
ওয়া আলাইকুমুস সালাম। দোকানদার যদি গুনাহ থেকে বেঁচে থাকার স্বার্থে এমনটি করেন তাহলে তাকে দোষারপ করা যাবে না। গুনাহের ভিতর লিপ্ত হয়ে কোন সামাজিক প্রচলন মেনে নেওয়া প্রকৃত মূ’মিনের কাজ নয়। গুনাহ থেকে বাঁচতে কার্যকর যে কোন পদক্ষেপ নিতে হবে।