ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6073
আস-সালামু আলাইকুম, ফরজ গোসল এর ফরজ কি কি? আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছেন প্রথমে নাপাকী থাকলে ধুতে, ওজু করতে, ডান বামে পানি ঢালতে। যদি আমি সাওয়ারে গোসল করি তখন তো ডানে বামে পানি ঢালার উপায় নেই সে ক্ষেত্রে কি করব? সেই জন্য ফরজ গোসলের ফরজ গুলো জানা জরুরি। ধন্যবাদ।
ওয়া আলাইকুমুস সালাম। নাকে পানি দেয়া, কুলি করা এবং সমস্ত শরীর ভালো করে ধৌত করা, এগুলো গোসলের ফরজ। যে কোন ভাবে পুরা শরীর ধৌত করলেই গোসলের ফরজ আদায় হয়ে যাবে। রাসূল সা. ওযু করে শরীরে ডানে এরপর বামে পানি ঢালতেন এটা হাদীসে আছে। যদি সম্ভব হয় এমন করবেন, তাহলে সুন্নাহর সওয়াব হবে। সম্ভব না হলে যে কোন ভাবে ধৌত করলেই হবে।