ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6071
আসসালামু আলাইকুম, আলেমের মুখে শুনলাম যে মসজিদে লোক বেশি হয় সেখানে সালাত আদায় করা ভাল। সওয়াব বেশি। একটু ব্যাখ্যা করবেন। এখানে নির্দিষ্ট জায়গা উদ্দেশ্য নয়। জুম্মার দিনে পায়ে হেটে গেলে প্রতি কদমে নেকী তাহলে কি বাড়ি থেকে দূরের মসজিদে হেটে গেলে কি নেকী বেশি হবে?