আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6055

নামায

প্রকাশকাল: 28 আগস্ট 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহ্‌মাতুল্লাহি ওয়া বারাকাতুহ্‌, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযে শেষ বৈঠকে একটি দুআ করতেন, যেখানে তিনি চারটি জিনিস থেকে আশ্রয় চাইতেন যথা- জাহান্নাম ও কবরের আযাব, জীবন ও মৃত্যুর ফিতনাহ এবং মাসীহ দাজ্জাল এর ফিতনাহ থেকে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরও এই দোয়া করতে বলেছেন। আমার প্রশ্ন হলো এই দোয়া পড়ার নিয়ম কী, আমরা তো দোয়া মাসূরা পাঠ করি শেষ বৈঠকে, এই দোয়া কখন পাঠ করবো তাহলে? দয়া করে বিস্তারিত জানাবেন। এবং জীবন মৃত্যুর ফিতনাহ বিষয়টিও দয়া করে ব্যাখ্যা করবেন। আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ আপনাদের প্রতিষ্ঠানে বারাকাহ করুন। আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুআ মাসূরা মানে কুরআন ও হাদীসের কোন দুআ পড়া। সেক্ষেত্রে একাধিক দুআও পড়তে পারেন। যে কোন একটি দুআও পড়তে পারেন। নামাযের সালামের পরও এই দুআ পড়তে পারেন।

জীবনের ফিতনাহ মানে বিপদ আপন। কোন বড় ধরণের বিপদ যেন আল্লাহ না দেন, দিলেও যেন ধৈর্য্য দেন সে প্রার্থনা করা। মারা যাওয়ার সময় মৃত্যুর কষ্টে ঈমানহারা হয় যাওয়া মৃত্যুর পরীক্ষা। আল্লাহর কাছে ঈমান নিয়ে মারা যাওয়ার দুআ করতে হবে।