আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6052

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 আগস্ট 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি নামাজ পড়ার সময়, কোনো সূরার লাইন দুই বা তিন বার রিপিট (পুনরায়) না পড়লে সামনের লাইনের দিকে অগ্রসর হতে পারিনা। আমার প্রশ্ন হলো :- এ রকম হলে আমার নামাজ হবে কি?

উত্তর

ওয়া অঅলাইকুমুস সালাম। জ্বী, নামায হবে। নামাযের কোন সমস্যা হবে না।