As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6050

প্রশ্ন

আস-সালামু আ’লায়কুম, শাইখ। যদি আমার শরীরে কলমের কালি লেগে থাকে বা তেল লেগে থাকে এবং ওযু করার পরেও তা থেকে যায় তবে কী আমার ওযু হবে?

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। জ্বী, ওযু হবে। কলমের কালি বা তেল পানি পৌছানোর ক্ষেত্রে প্রতিবন্ধক নয়।