আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6048

নামায

প্রকাশকাল: 21 আগস্ট 2022

প্রশ্ন

কোরআন কোন সূরায় কত আয়াত এ পাঁচ ওয়াক্ত নামাজের কথা লিখা আছে?

উত্তর

আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, فَسُبْحَانَ اللَّهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ (17) وَلَهُ الْحَمْدُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَعَشِيًّا وَحِينَ تُظْهِرُونَ (18) সুতরাং তোমরা সন্ধ্যায় ও ভোর সকালে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর, এবং বিকালে ও দুপুরে। আকাশমন্ডলী ও পৃথিবীতে সকল প্রশংসা তাঁরই। সূরা রুম, আয়াত ১৭-১৮। এই আয়াতের তাফসীরে এসেছে ইবনে আব্বাস রা,কে জিজ্ঞাসা করা হলো, আপনি কি পাঁচ ওয়াক্ত সালাতের কথা কুরআনে পেয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। এরপর তিনি এই দুটি আয়াত তেলাওয়াাত করেন। ইবনে আব্বাস রা. এই আয়াত দুটির ব্যাখ্যায় বলেন, { فَسُبْحَانَ الله } فصلوا لله { حِينَ تُمْسُونَ } صلاة المغرب والعشاء { وَحِينَ تُصْبِحُونَ } صلاة الفجر { وَلَهُ الحمد فِي السماوات والأرض } الشكر والطاعة على أهل السموات والأرض { وَعَشِيّاً } وهي صلاة العصر { وَحِينَ تُظْهِرُونَ } وهي صلاة الظهر সন্ধায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এর অর্থ হলো, মাগরিব ও এশার সালাত আদায় করো। ভোর সকালে অর্থ হলো ফজরের সালাত আদায় করো। বিকালে অর্থ হলো আসরের সালাত আদায় করো আর দুপুরে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর অর্থ হলো যুহরের সালাত আদায় করো। (তাফসীরে বাগাবী, তাফসীরে ইবনে আব্বাস। ) ভিন্ন একটি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ তায়ালা দুই ওয়াক্ত সালাতের নাম কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُمْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ হে মুমিনগণ! তােমাদের মালিকানাধীন দাস – দাসীগণ এবং তোমাদের মধ্যে যারা এখনও সাবালকত্বে পৌছেনি সেই শিশুগণ যেন তিনটি সময়ে ( তােমাদের কাছে আসার জন্য ) অনুমতি গ্রহণ করে- ফজরের নামাযের আগে, দুপুর বেলা যখন তােমরা পােশাক খুলে রাখ এবংশার নামাযের পর। ৪৫ এ তিনটি তোমাদের গোপনীয়তা অবলম্বনের সময়। এ ছাড়া অন্য সময়ে তােমাদের ও তাদের প্রতি কোন কঠোরতা নেই। তোমাদের পরস্পরের মধ্যে তাে সার্বক্ষণিক যাতায়াত থাকেই। এভাবেই আল্লাহ তােমাদের কাছে আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে থাকেন আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা নূর, আয়াত ৫৮। সালাতের বিস্তারিত নিয়মকানূন হাদীসে উল্লেখ আছে, কুরআন শরীফে উল্লেখ নেই। ইসলাম কুরআন ও হাদসের সমন্বয়। হাদীস ব্যতিত কুরআন মানা সম্ভব নয়। সালাত তার একটি উদাহরণ।


হাদীসে ৫ ওয়াক্ত নামাযের কথা স্পষ্ট উল্লেখ আছে। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 5216 নাম্বার প্রশ্নের উত্তর।