As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6043

প্রশ্ন

আমি ১০০০০০/- টাকা বিনিয়োগ করতে চাচ্ছি আমার এক বন্ধুর কাছে যে কিনা বিদেশে থাকে( ওমানে), সে ওমানে থেকে বিকাশ এর মাধ্যমে দেশে টাকা পাঠানোর ব্যাবসা করে.এতে কোন লস হয়না। ১০০০০০/- টাকা খাটিয়ে সে আমাকে প্রতি মাসে ২০০০/- টাকা দিতে পারবে এইখানে আমি কি বিনিয়োগ করতে পারবো?? একটু বিস্তারিত জানাবেন 

উত্তর

জ্বী, লাভের চুক্তি করতে হবে শতাংশ হিসেবে। অর্থাৎ যা লাভ হবে তার কত ভাগ কে পাবে সেই চুক্তি করতে হবে। যেমন, যা লাভ হবে তা অর্ধেক করে দুজনের ভিতার ভাগ হবে, এমন চুক্তি করতে হবে। সেক্ষেত্রে যদি ৪০০০ হাজার টাকা লাভ হয়, আপনি দুই হাজার নিতে পারবেন।