আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6031

সুদ-ঘুষ

প্রকাশকাল: 4 আগস্ট 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, পোস্ট অফিসে টাকা রেখে লাভ খাওয়া তো সুদ। কিন্তু, আমি পরিবারের একমাত্র ছেলে সন্তান। আমার বয়স ২০ বছর,কলেজে পড়ালেখা করছি। আমার আব্বু ২০১৫ সালে ব্রেইন স্ট্রোক করে এবং ডান হাত ও পা প্যারালাইজ হয়ে যায়,পরবর্তীতে চিকিৎসা করানো হয় এবং আল্লাহর রহমতে শুধুমাত্র চলাফেরা করতে পারে, কোনো কাজ করতে পারে না।

আর আমাদের একটা ছাত্রাবাস আছে, সেখান থেকে আলহামদুলিল্লাহ হালাল টাকা পায়,কিন্তু তা আমাদের পারিবারিক খরচ মেটানোর জন্য যথেষ্ট নয়,আর আমার আব্বুরই প্রতি মাসে ওষুধের পেছনে ১০০০০ টাকার বেশি খরচ হয়।এই অবস্থায় পোস্ট অফিসে টাকা রেখে লাভ/সুদ নেওয়া কি যাবে নাকি হারামই হবে? আর হারাম হলে, উপার্জনের জন্যে তো আমি ছাড়া কেউ নেই,তাই আমি লেখাপড়া করব নাকি উপার্জন করব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আপনাদের উপর রহম করুন। আপনি যেহেতু কর্মক্ষম সেহেতু কোন অবস্থাতেই সুদের টাকা দিয়ে সংসার চালানো জায়েজ হবে না। আপনাকে উপার্জন করে সংসার চালাতে হবে। হালাল খাওয়া, হালাল টাকা দিয়ে জীবন চালানো ফরজ, আর উচ্চশিক্ষিত হওয়া আবশ্যক কিছু না। সুতরং প্রয়োজনে পড়াশোনা বন্ধ করে হালাল উপার্জনের ব্যবস্থা করতে হবে।