ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6019
আস-সালামু আলাইকুম, পাতলা কোন কিছুর উপর দিয়ে নিজের পুরুষাঙ্গ স্পর্শ করলে কি ওযু ভেঙ্গে যাবে? যেমন লুঙ্গি। আবার লুঙ্গি যদি ভেজা থাকে গোসল অবস্থায় ধরলেও কি ওযু ভেঙ্গে যাবে?
ওয়া আলাইকুমুস সালাম। না, কাপড়ের উপর দিয়ে স্পর্শ করলে ওযু ভাঙবে না। তাছাড়া পুরুষাঙ্গ কাপড় ছাড়া স্পর্শ করলেও অধিকাংশ ফকীহের মতে ওযু ভাঙে না।