আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6017

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 21 জুলাই 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ..শায়েখ আশা করছি ভাল আছেন? শায়েখ আমার এলেকাতে কবিরাজী মাধ্যমে মানুষকে অনেক ক্ষতি করে থাকে। আর এই নীতিতে সবাই বিশ্বাস করে থাকে। আমার অনেক জায়গা থেকে ভাল ভাল পাত্রী পক্ষ আসতেছে কিন্ত বিয়ে হচ্ছেনা তারপর কবিরাজী বিশ্বাসের জের ধরে আমার মাকে আমি একটা কবিরাজের কাছে পাঠাই যে, আমার বিয়ে বন্ধ করে রেখেছে কিনা? আমার তার কাছে গেলে সেই কবিরাজ আয়না ভারণ দেয় ।

আধা ঘন্টা পর কবিরাজ এসে আমার মাকে বলল যে অন্য কবিরাজ শত্রুতা বশত আমার বিয়ে বন্ধ করে রেখেছে । তারপর ঐই কবিরাজ আমার মাকে বলল যে, আমি চারটি পেরেক পড়িয়ে দিচ্ছি এটা ঘরের চার কোনা পুতে রাখবে। যাতে আর কেউ আমাকে আর বান মেরে বিয়ে বন্ধ করতে না পারে? আর একটা তাবিজ ‍দিয়ে বলল যে, এই তাবিজ টা ঘরে রেখে দিবে যথন বিয়ে হয়ে যাবে তখন পুকুরের পানিতে ফেলে দিবে? আমার মা তার কথা মত ঘরের দুই কোনায় দুটি পেরেক পুতে ফেলে ।

পরে আমি যখন জানতে পারি তখন আমি তাকে এই সব করতে নিষেধ করি। তারপর তিনি সেটা পানিতে ফেলে দেয় । {উল্লেখ্য আমি আমার মাকে শুধ বলছিলাম যে যদি কবিরাজ বান বা বিয়ে বন্ধ করে থাকে তাহলে বানটা কেটে নিয়ে আইসো?} এখন আমার প্রশ্ন হলো আসলে তাবিজ করা বা বান মারার মাধ্যমে মানুষের বিয়ে বন্ধ করতে পারে কি? আর বন্ধ করে থাকলে কি তাবিজেরে মাধ্যমে বান কাটা যাবে কি? এখন আমি কী কোনো অন্যায় বা শিরকী গুনাই করে ফেলেছি কী? আর এই মহুর্তে আমার করনীয় কী? কুরান ও হাদিসের মাধ্যমে বিস্তরিত জানালে উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কথিত এই কবিরাজের কাজে আপনার মাকে যেতে বলে আপনি সমস্যার সূচনা করেছেন। কবিরাজ যা করতে বলেছে সম্পূর্ণ শিরক। এগুলো কিছুতেই করা যাবে না। আপনি আল্লাহর কাছে দুআ করুন, সকাল-সন্ধ্যার যিকিরগুলো নিয়মিত অদাায় করুন, ইনশাআল্লাহ কোন মানুষব বা জিন আপনার ক্ষতি করতে পারবে না। বিয়ে বিভিন্ন কারণে হতে সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন। বান, বান কাটানো এগুলো আজগুবি কথাবার্তা, কথিত এই কবিরাজদের অবৈধ ব্যবসা।