আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6009

হাদীস

প্রকাশকাল: 13 জুলাই 2022

প্রশ্ন

আস-সালামু আলায়কুম, দুটি হাদিস আছে দিনে রাতে ১২ রাকাত সুন্নত পড়লে জান্নাতে বাড়ি হবে আবার ১৪ রাকাত পড়লে জাহান্নাম হারাম করা হবে আমার প্রশ্ন আমি যদি ১৪ রাকাত পড়ি তাহলে কি দুটোর ফজিলতই পাব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,

من صلى قبل الظهر أربعا وبعدها أربعا حرمه الله على النار 

যে ব্যক্তি যোহরের আগে চার রাকআত পড়বে এবং পরে চার রাকআত পড়বে আল্লাহ তার জন্য জাহন্নাম হারাম করবে। সুনানু তিরমিযী, হাদীস নং ৪২৭। হাদীসটি সহীহ।

১৪ পড়লে জাহান্নাম হারাম হবে, হাদীসের শব্দ এমন না। তবে ১৪ রাকআত পড়লে উভয় ফজিলত পাওয়া যাবে।