As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6004

আকীকা

প্রকাশকাল: 8 জুলাই 2022

প্রশ্ন

Nobojatoker mathar chul koto diner modhe katano sunnah.

উত্তর

রাসূলুল্লাহ সা. বলেছেন,كُلُّ غُلاَمٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى প্রতিটি শিশু আকীকার বন্ধনে জড়িত, জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে জবেহ করতে হবে, তার চুল কাটতে হবে এবং নাম রাখতে হবে। সুনানু তিরমিযি, হাদীস নং ১৭৮৩। হাদীসটি সহীহ।

সুতরাং জন্মের সপ্তম দিনে চুল কাটা সুন্নাত। শীত বা কেন সমস্যার কারণে দেরী করে চুল কাটলে সমস্যা নেই।