আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5991

বিবিধ

প্রকাশকাল: 25 জুন 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু, হুজুর আমার একটি প্রশ্ন আমার বুকের উপর একটা টিউমার মতো একটা ব্যাধি আছে অনেক হোমেও প্যাথিক ঔষুধ খেয়েছি কোন কাজ হয়নি, আবার এ্যালোপ্যাথিক ডাঃ অপারেশন করতে নিষেধ করেছে, এখন খুব চুলকায় এ্যালার্জির কারনে, খুব টেনশনে আছি। আমি এখন আল্লাহর উপর ভরসা করে সুরা ফাতিহা পড়ে ফুঁক দিই নিজে। আমি কীভাবে ঝাড়ফুঁক করতে পারি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সূরা ফাতিহা বা কুরআনের যে কোন আয়াত পড়ে শরীরে ফুক দেয়া জায়েজ। আপনি নিজের মতো করে একটা রুটিন করে ঝাড়ফুঁক করবেন। কিছু অসুস্থ অবস্থায় পড়ার জন্য মাসনুন দুআও আছে। আপনি “রাহে বেলায়াত” বইটি সংগ্রহ করবেন। সেখানে রোগব্যাধি ও ঝাড়ফুঁক নামে একটি অধ্যায় আছে। সেখান থেকে প্রয়োজনীয় দুআ আপনি শিখে নিবেন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনাকে সুস্থ করে দিন।