আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5980

হালাল হারাম

প্রকাশকাল: 14 জুন 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। অনলাইনে কোনো ওয়েবসাইট থেকে এইভাবে আয় করা জায়েয আছে যে, (সেখানে কোনো একটি কন্টেন্ট এর লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক কপি করে গুগলে সার্চ করতে হবে এবং সেখানে প্রদত্ত কোড ওয়েবসাইটিতে সাবমিট করতে হবে। এখানে উল্লেখ্য যে যেই কন্টেন্ট থেকে কোড সংগ্রহ করা হবে সেই কন্টেন্টে প্রদর্শন করা যেকোনো একটি এবং এ ক্লিক করতে হবে)। এখানে দেখানো এড গুলোতে তেমন কোনো হারাম জিনিসের এবং মেয়েদের ছবি সংবলিত এড ও তেমন দেখানো হয় না। এটা একধরনের গুগল সার্চ জব বলে ওয়েবসাইটটিতে উল্লেখ আছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এতো কঠিন পদ্ধতিতে আয় রোজগার করার দরকার নেই। কোন সহজ পদ্ধতিতে চেষ্টা করুন।