As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 5969
আমি অনলাইন এ ব্যাকলিংক তৈরির কাজ করি। হঠাৎ একটা কাজ এসেছে। কাজটি হলো বায়ার এর গাজা বিক্রির ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করতে হবে। কাজ দেবার পর আমি প্রথমে বুঝতে পারি নি এটা গাজা সম্পর্কিত ওয়েবসাইট। এখন বুঝতে পেরে আমার খুব খারাপ লাগছে। আমি হারাম কাজ করি না। কিন্তু এই কাজটি

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5969

প্রশ্ন

আমি অনলাইন এ ব্যাকলিংক তৈরির কাজ করি। হঠাৎ একটা কাজ এসেছে। কাজটি হলো বায়ার এর গাজা বিক্রির ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করতে হবে। কাজ দেবার পর আমি প্রথমে বুঝতে পারি নি এটা গাজা সম্পর্কিত ওয়েবসাইট। এখন বুঝতে পেরে আমার খুব খারাপ লাগছে। আমি হারাম কাজ করি না। কিন্তু এই কাজটি বাতিল করলে আমার প্রোফাইল এ সমস্যা হবে। এখন আমি কি করব?

উত্তর

এই কাজ বাতিল করতে হবে। প্রোফাইলে সমস্যার কারণে হারামকে হালাল করার সুযোগ নেই। প্রোফাইলের সমস্যা কীভাবে কম হয়, সেই উপায় বের করুন এবং কাজটি বাতিল করুন।