আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5953

হজ্জ

প্রকাশকাল: 18 মে 2022

প্রশ্ন

আস্সালামুআলাইকুম। আমার প্রশ্ন টা হইতেছে… Wife এর পেনশন এর টাকা দিয়ে হজ করতে চাই। স্বামী কে অনেক বুঝানোর পরও সে যেতে চায় না। এখন মাহরাম এর সাথে স্বামীর অমতে হজ করা যাবে কিনা

উত্তর

উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, স্ত্রীর উপর যদি হজ্জ ফরজ হয়, মাহরাম আত্মীয়সহ সকল শর্ত পূরন করে আর স্বামী যাওয়ার অনুমতি না দেয় তবুও স্ত্রীর হজ্জে যেতে কোন সমস্যা নেই। আলফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু, ৩/৪২৩; আলমুগনী, ৩/১৯২।

 عَنْ إِبْرَاهِيمَ ، قَالَ : إِذَا كَانَتِ الْفَرِيضَةُ ، وَكَانَ لَهَا مَحْرَمٌ ، فَلاَ بَأْسَ أَنْ تَخْرُجَ ، وَلاَ تَسْتَأْذِنَ زَوْج‘ হযরত ইবরাহীম নাখঈ রহি. বলেন: যদি ফরজ হজ্ব হয় এবং মাহরাম থাকে তাহলে স্বামীর অনুমতি ছাড়া হজ্বে যেতে সমস্যা নেই।’ মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১৪৯৩৯।হাসান বসরী রহি,ও একই কথ বলেছেন। মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১৪৯৪০।




َهَا.