As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5942

সালাত

প্রকাশকাল: 7 May 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, মুহতারাম, আমি জামায়াতের সাথে নামায আদায় করতে মসজিদে গেলে আমার মনে হয় যেন আমি মানুষকে দেখানোর জন্য নামায পড়ি। আমি বাসা থেকে যাওয়া আসার সময় ইস্তিগফার পড়তাম, নামাযের পর আয়াতুল কুরসি সহ বিভিন্ন দু’আ ও ইস্তিগফার ও পড়তাম। তবুও আমার মনে হয় যেন আমি লোক দেখানো নামায আদায় করি। পাশাপাশি কেউ আমার নামায নিয়ে সুনাম করে আমি আত্মতুষ্টিতে ভুগি। তাই আমি এখন বাসায় নামায আদায় করি। বাসায় নামায আদায় করলে আমার এমন মনে হয় না। অথচ জামায়াতের সাথে নামায আদায় না করলে আমি মুনাফিকের কাতারে নাম লিখিয়ে ফেলছি। এমতাবস্থায় আমার করনীয় কি তা যদি মুহতারাম থেকে পরামর্শ পেতাম তাহলে অনেক উপকার হত। জাঝাকাল্লাহুল খইর…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার মনে যাই আসুক মসজিদে গিয়ে নামায আদায় করবেন। শয়তান মসজিদ বিমুখ করার জন্য হৃদয়ে এই সব ওয়াসওয়াসা দিয়ে থাকে। কিছুতেই শয়তানের পথে পা বাড়াবেন না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।