আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5906

বিবিধ

প্রকাশকাল: 1 এপ্রিল 2022

প্রশ্ন

আসসালামু আ’লায়কুম, শাইখ। আমার প্রশ্ন – ১। যদি আমি বিতরের সালাত শেষ রাতের জন্য রেখে দিই আর যদি তা সঠিক সময়ে আদায় করতে না পারি তবে কি তা ফজরের সময় কাযা করা যাবে? ২। আমি যেই মসজিদে সালাত আদায় করি সেখানের ইমাম সাহেব সুরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু’ তিলাওয়াত করার সময় আইনে সাকিনের উচ্চারণ হামজার মত হচ্ছে বলে মনে হয়।এই তিলাওয়াত কি শুদ্ধ?

উত্তর