As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5901

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 মার্চ 2022

প্রশ্ন

প্রশ্ন: আমার স্ত্রী আমার ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রাগারাগি করে গত ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে তার বাবার বাড়ীতে চলে যায়, এখনো সেখানেই আছে। যেহেতুৃ দুই বছর যাবত তার বাবার বাড়ীতেই অবস্থান করছে সেহেতু গত ১১ এপ্রিল ২০২২ তারিখে আমি জোহরের নামাজের পর মসজিদ থেকে আমাদের বাসায় এসে বাথরুমে হাতমুখ ধোয়ার সময় অনাকাংখিতভাবে হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায় হাত নেড়ে নেড়ে তিনবার ‘তালাক’ শব্দটি উচ্চারণ করি। যেহেতু বাথরুমে ছিলাম কেউই তা শুনতে পায়নি এবং আমার স্ত্রীও তার বাবার বাড়ীতে আছে। আমার প্রশ্ন হলো- এতে কি তালাক কার্যকর হয়ে গেছে ? -জাহিদুল ইসলাম, মালিবাগ , ঢাকা।

উত্তর

তালাক শব্দ উচ্চারণ করল তালাক হয় না। তাকে তালাক দিয়েছেন, এমন কোন শব্দ বললে তালাক হয়ে যাবে। যেমন, তাকে আমি তালাক দিলাম, এমন শব্দ বলতে হবে। কাউকে না শুনিয়ে তালাক দিলেও তালাক কার্যকর হয়।