আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 590

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 সেপ্টে. 2007

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ মায়ের সম্পদ বন্টনের ইসলামী নিয়ম কি? বিস্তারিত বর্ণনা জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১.যিনি মারা গেলেন তার যদি স্বামী জীবিত থাকে, এবং মৃত ব্যক্তির কোন সন্তান না থাকে তাহলে স্বামী পাবে সমস্ত সম্পদের দুই ভাগের এক ভাগ। ২.আর যদি মৃত ব্যক্তির কোন সন্তান থাকে তাহলে স্বামী পাবে চার ভাগের এক অংশ। আর বাকী অংশ পাবে সন্তানেরা। মৃতব্যক্তি কাদেরকে রেখে মারা গেলেন, তা বিস্তারিত জানা ব্যতিত আমরা মিরাসের সঠিক হিসাব দিতে পারছি না। বিস্তারিত জানতে পরবর্তীতে আবার প্রশ্ন করতে পারেন।