As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5898

প্রশ্ন

আসসালামু আ’লায়কুম, শাইখ। সালাতে কুরআন তিলাওয়াত এ কেমন ভুলের জন্য কুরআনের অর্থ বদলে যায়? যদি মাদ্দ নেই এমন স্থানে মাদ্দের মতো উচ্চারণ করা হয় তবে কি অর্থ বদলাবে? অযুতে কান মাসেহ করা কি ফরয?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কী ভুল করেছে সেটা শুনলেই কেবল বলা যাবে যে, অর্থ পরিবর্তন হয়েছে কিনা। মদ্দের মতে হলেই যে, অর্থ পরিবর্তন হবে, বিষয়টি এরকম নয়। না, ওযুতে কান মাসেহ করা ফরজ নয়, সুন্নাত।