আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5876

জায়েয

প্রকাশকাল: 2 মার্চ 2022

প্রশ্ন

প্রশ্ন: আমার বাসা গাজীপুর। আমি কি মাহরাম ব্যতিত পড়াশোনা করার উদ্দেশ্য কুমিল্লা যেতে পারবো? বিঃদ্রঃ-নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর

৪৮ মাইল তথা ৭৯ কিলোমিটারের দূরত্বে কোন মেয়ে মানুষ কোন মাহরাম পুরুষ ব্যতিত যেতে পারবে না। পড়াশোনা বা অন্য যে কোন উদ্দেশ্যেই একাকী যেতে পারবে নাعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تُسَافِرِ المَرْأَةُ ثَلاَثَةَ أَيَّامٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ»

হজরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহরামকে সঙ্গে না নিয়ে কোনো নারী তিন দিন দূরত্বের পথে সফর করবে না। সহিহ বুখারি, হাদিস ১০৩৬; সহিহ মুসলিম, হাদিস ১৩৩৮

عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُسَافِرَ سَفَرًا يَكُونُ ثَلاَثَةَ أَيَّامٍ فَصَاعِدًا إِلاَّ وَمَعَهَا أَبُوهَا أَوِ ابْنُهَا أَوْ زَوْجُهَا أَوْ أَخُوهَا أَوْ ذُو مَحْرَمٍ مِنْهَا 

হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে, তার জন্য নিজের বাবা, ছেলে, স্বামী, ভাই বা অন্য কোনো মাহরামকে সঙ্গে না নিয়ে তিন দিন বা ততোধিক দূরত্বের পথ সফর করা বৈধ নয়। সহিহ মুসলিম, হাদিস ১৩৪০।

আর এক দিনে দূরত্ব বলতে ইসলামী শরীয়তে ১৬ মাইল বুঝায়।