আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5862

যিকির দুআ আমল

প্রকাশকাল: 16 ফেব্রু. 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি সসফটওয়ারের কাজ শিখছি ২ বছর থেকে। আল্লাহর কাছে আমার চাওয়া যেনো তিনি আমার জ্ঞান বাড়িয়ে দেন, এই কাজগুলো সহজ করে দেন এবং একটি রিযিকের ব্যবস্থা করে দেন। কিন্তু একজন বলল এইভাবে আল্লাহর কাছে চাওয়া ঠিক না নির্দিষ্ট করে। এখন আমি শুনে কিছু বিভ্রান্ত হচ্ছি,আমি এইটা চাইবো নাকি আমার জন্য ভালো যেটা সেটা চাইবো। এই কাজের প্রতি মনযোগ নষ্ট হয়ে যাচ্ছে যে আমার কপালে যদি এটি না থাকে? আমার পরিশ্রম তো বৃথা হয়ে যাচ্ছে?তাহলে কি আগে চাইবো? 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যখন কোন নির্দিষ্ট একটি বিষয়ে কাজ করেন, পরিশ্রম করেন তখন সেই কাজে সফল হওয়ার জন্য আল্লাহর কাছে দুআ করতে কোন সমস্যা নেই। আপনার কাজটিও তেমনিই। যে কাজ করছেন সেই কাজ সহজ হওয়ার জন্য দুআ করা মোটেও খারাপ কিছু নয়। বরং এটাই করা উচিত। এর বাইরে পর্যাপ্ত হালাল রিযিকের জন্য সাধারণ ভাবে সব সময় দুআ করতে হবে।