As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5859

বিবাহ-তালাক

প্রকাশকাল: 13 ফেব্রু. 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! আমি ছোট একটা কোম্পানিতে জব করি। এখন আমি যা বেতন পাই তা দিয়ে পরিবারের খরচ চালানো প্রায় অসম্ভব। এখন আমি বিয়ে করতে চাই একজন পরিপূর্ণ দ্বীনদার মেয়েকে। নিজেকে বিভিন্ন ধরনের গুনাহ থেকে বেচে থাকার জন্য বিয়ে করতে চাই। কিন্তু সমস্যাটি হলো যে, আমি যা টাকা পাই তা দিয়ে পরিবার চালানো অসম্ভব। তাছাড়া আমাদের নিজের বাড়িঘর, জমানো টাকা পয়সা নেই। বিয়ের ক্ষেত্রে দেনমোহর দেয়ার তৌফিক নেই। এমন অবস্থায় আমার সাথে বিয়ে দিতে কেউ রাজি হবে না। তাছাড়া আমার প্রায়ই অনেক গুনাহ হয়ে যাচ্ছে + আমি সবসময়ই নিজেকে একা অনুভব করতেছি। আমি কোন কাজেই মন দিতে পারতেছি না, আমি বুজতেছি আমি অনেক খারাপ হয়ে যাচ্ছি। আমি বিয়ে করতে চাচ্ছি এই জন্য যে আমি যেন ভালো হয়ে থাকতে পারি এবং আমি যেন নামাজ পড়তে সাহায্য পাই। কিন্তু অর্থনৈতিক ভাবে আমরা দুর্বল, এখন আমি কি করব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু আপনি একটি কাজ করছেন, সুতরাং আল্লাহ তায়ালার উপর ভরসা করে বিয়ে করে ফেলুন। একটি ছোট পরিবার পরিবার চালাতে খুব বেশী টাকা পয়সার প্রয়োজন হয় না। মহরানা কম পরিমাণে করবেন, ধীরে ধীর পরিষোধ করে দিবেন। আর বিবাহ করলে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ তায়ালা বলেছেন,وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ তোমাদের মধ্যে যারা অবিবাহিত (তারা পুরুষ হোক বা নারী) তাদের বিবাহ সম্পাদন কর এবং তোমাদের গোলাম ও বাঁদীদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত, তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ অতি প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা নূর, আয়াত ৩২। আল্লাহকে ভয় করে বিবাহ করে ফেলুন, আল্লাহ পর্যাপ্ত রিযিকের ব্যবস্থ করবেন ইনশাআল্লাহ।  وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।