ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5859
ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু আপনি একটি কাজ করছেন, সুতরাং আল্লাহ তায়ালার উপর ভরসা করে বিয়ে করে ফেলুন। একটি ছোট পরিবার পরিবার চালাতে খুব বেশী টাকা পয়সার প্রয়োজন হয় না। মহরানা কম পরিমাণে করবেন, ধীরে ধীর পরিষোধ করে দিবেন। আর বিবাহ করলে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ তায়ালা বলেছেন,وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ তোমাদের মধ্যে যারা অবিবাহিত (তারা পুরুষ হোক বা নারী) তাদের বিবাহ সম্পাদন কর এবং তোমাদের গোলাম ও বাঁদীদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত, তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ অতি প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা নূর, আয়াত ৩২। আল্লাহকে ভয় করে বিবাহ করে ফেলুন, আল্লাহ পর্যাপ্ত রিযিকের ব্যবস্থ করবেন ইনশাআল্লাহ। وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।