As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5849

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি কয়েকদিন আগে একজন পুত্র সন্তানের জনক হয়েছি। আলহামদুলিল্লাহ, তার মায়ের পছন্দে তার নাম রাখা হয় “মেহমেদ বিন হাসান” এখন আমার প্রশ্ন হচ্ছে, উক্ত নাম ‘মেহমেদ বিন হাসান’ রাখা কি উচিত হয়েছে? মেহমেদ নাকি মোহাম্মদ এর বিকৃত নাম? এবিষয়ে আমার করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বর্তমানে কিছু মানুষ তাদের সন্তানদের অপ্রচিলত, অপরিচিত এবং অস্বাভাবিক নাম রাখতে চাচ্ছে। যেসব নামের সাথে ধর্ম, সমাজ বা দেশের সংস্কৃতির কোন মিল নেই। আপনি হয়তো তাতে কিছুটা প্রভাবিত হয়ে মাহমুদ বা মুহাম্মাদের কিছুটা বিকৃতরূপ মেহমেদ রেখেছেন। মেহেমেদ আরবী সঠিক উচ্চার নয়। এটা আবার বাংলা ভাষার শব্দও নয়। সুতরাং মাহমুদ বা মুহাম্মাদ রাখা উচিত।