আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5847

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 ফেব্রু. 2022

প্রশ্ন

নিজের মা পরকীয়া করে বাবাকে তালাকের পর মা আবার বিয়ে করলে সন্তানের কি করণীয় ? সন্তান ‘মা’ কে কত টাকা ভরনপোষণ দিতে হবে?

উত্তর

পরকীয়া কঠিন অপরাধ। তবে মা অপরাধী হওয়ার কারণে সন্তানরা যেন তার সাথে অন্যায় আচরণ করে অপরাধী না হয়। স্বামীর থেকে সে যদি ভরনপোষণ না পায় বা পর্যাপ্ত না পায় তাহলে সন্তান নিজের সাধ্যের মধ্যো তাকে সাহায্য করবে। এক্ষেত্রে নির্দিষ্ট কোন পরিমাণ নেই। সে যেন স্বাভাবিকভাবে জীবনধারণ করতে পারে, সে অনুযায়ী তাকে টাকা পয়সা দিবে।