আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5834

নামায

প্রকাশকাল: 19 জানু. 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ফরজ সালাতে সালাম ফিরানোর আগে দুয়া করা যায়! সঠিক কিনা জানাবেন। যেমন “আল্লাহুম্মা আউযুবিকা মিন আজাবিল কাবর্, ওয়া আউযুবিকা মিন আজাবি জাহান্নাম, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাদ্, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ্দাজ্জাল।” এই দুয়া টা কি ফরজ সুন্নাত নফল সকল নামাযেই সালাম ফিরানোর আগে করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, যাবে। তবে দুআটি আরবী জানে এমন কারো থেকে সঠিক আরবীতে মুখস্ত করবেন। বাংলা দেখে মুখস্তা করলে ভালো হবে না।