আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5822

নামায

প্রকাশকাল: 7 জানু. 2022

প্রশ্ন

১। দুপুরে সালাতের নিষিদ্ধ সময় ঠিক কয়টা বাজে?  ২। ফজর ও মাগরিবের সুন্নাত দুই রাকাত কোন কোন সূরা দিয়ে পরা সুন্নাহ সম্মত?

উত্তর

১। ঋতুর পরিবর্তনে নিষিদ্ধ সময় পরিবর্তন হয়। আপনি সালাতে একটি স্থায়ী সূচি কিনে নিবেন, সেখানে সব কিছু পাবেন।

২। যে কোন সূরা দিয়ে পড়লেই হবে। নির্দিষ্ট কোন সূরা সুন্নাহ নয়।