আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5807

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 23 ডিসে. 2021

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় শায়খ সালাতুল জানাজা পডার নিয়ম বিস্তারিত জানাবেন? এবং বালেক পুরুষ / মাহিল ও নাবালেগ পুরুষ /মহিলার ক্ষেত্রে কোন দোয়া পড়তে হবে জানালে খুবই উপকৃত হবো । আশা করছি সুন্নাহ মোতাবেক উত্তর দিবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বালেগ পুরুষ মহিলাদের ক্ষেত্রে ক্ষমা চেয়ে দুআ করতে হয়। হাদীসে অনেকগুলো দুআ আছে। আর না বালেগদের ক্ষেত্রে তার পিতামাতার জন্য ক্ষমা ও রহমত চেয়ে দুআ করতে হয়। বাচ্চাদের জন্য রহমতের দুআ করতেও সমস্যা নেই। হাদীসে পিতামাতার জন্য নির্দিষ্ট কোন দুআ উল্লেখ নেই। নিজেদের মত করে দুআ করতে হবে। রাসূলুল্লাহ সা. বলেছেন,

 الراكب يسير خلف الجنازة والماشى يمشى خلفها وأمامها وعن يمينها وعن يسارها قريبا منها والسقط يصلى عليه ويدعى لوالديه بالمغفرة والرحمة বাহনে আরোহী ব্যক্তি লাশের পিছনে পিছনে চলবে এবং পায়ে হাটা ব্যক্তি লাশের পিছনে, সামনে, ডানে, বামে এবং সাথে সাথেও যেতে পারবে। শিশুদের জানাযা পড়তে হবে এবং তার পিতা-মাতার জন্য ক্ষমা ও রহমাতের দু’আ করতে হবে। সুনানু আবু দাউদ, হাদীস নং ৩১৮, সুনানু তিরমিযি, হাদীস নং ১০৩১আপনি একটি রাহে বেলায়াত বই সংগ্রহ করবেন। সেখানে দলীলসহ বিস্তারিত আলোচনা আছে।